নাটোরের নলডাঙ্গার গ্রামীণ ব্যাংক মাধনগর নাটোর শাখার উদ্দোগে গ্রামীন ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে গ্রামীন ব্যাংকের মাধনগর শাখা অফিসে গ্রামীন ব্যাংকের নাটোরে জোনের উদ্দোগে মাধনগর শাখার সংগ্রামী সদস্যদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাধনগর গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ নাজমুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় সংগ্রামী সদস্যদের হাতে এ কম্বল তুলে দেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন,মাধনগর শাখার সেকেন্ড ম্যানেজার মোঃ বানি ইসরাইল,অফিসার মোঃ ফারুক হোসেন,মোস্তাফা কামাল,আনোয়ার হোসেনসহ গ্রামীন ব্যাংকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন,গ্রামীন ব্যাংক শুধু মাইক্রোক্রেডিট নিয়ে কাজ করেন না। তারা সবসময় গরীব অসহায়ের মানুষের পাশে থেকে তাদের সেবার পাশাপাশি স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। করোনার সময়ে গরীব, অসহায় ও দুস্থ্যদের বিভিন্ন ভাবে সহায়তা করছে।আগামীতে এ ধরনের সহযোগীতা চলমান থাকলে বলে জানান গ্রামীন ব্যাংকের এ কর্মকর্তারা।
এ সময় উপস্থিত সংগ্রামী সদস্যগণ শীতবস্ত্র কম্বল পেয়ে তারা গ্রামীন ব্যাংকের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন।