তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি আজ শুক্রবার (২৭ জানুয়ারি) তিন দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন।তিনি সকাল দশ’টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।
মন্ত্রী সকাল এগারো’টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
আগামীকাল শনিবার (২৮ জানুয়ারি) মন্ত্রী রাজশাহীতে অবস্থান করবেন।
এরপর রবিবার (২৯ জানুয়ারি) দুপুর দুই’টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের মাদ্রাসা মাঠের জনসভায় যোগদান করবেন।
এদিন বিকাল পাঁচ’টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।