পটুয়াখালীর রাঙ্গাবালীতে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে গ্রেপ্তারকৃত ইউনুচ হাওলাদার (৫০) ছোট বাইশদিয়া গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন খবরের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মুহিদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় বশির হাওলাদারের মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর দাঁড়ানো ইউনুচ হাওলাদারকে ঘেরাও করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হাতে থাকা স্কুল ব্যাগের মধ্যে থেকে তিন কেজি গাজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী (খ) সার্কেলের সহকারী উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, গ্রেপ্তারকৃত ইউনুচের বিরুদ্ধে অবৈধ গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে সংরক্ষণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯ (ক) ধারায় রাঙ্গাবালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য বলা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাম মোল্লা জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।