পটুয়াখালীর গলাচিপায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা সরকারি কলেজের সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে কলেজ প্রাঙ্গণে সকালে দেবীর পূজার্চনা ও পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পূজা শুরু হয়।পরে সেখানে পুজা পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ সরস্বতী পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রভাষক ঝুন্টু দেবনাথ।
এছাড়াও প্রভাষক তাপস কুমার সাহা, নুপুর রানী সাহা, পপি রানী সাহা সহ ছাত্র-ছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।