পত্নীতলায় গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

- আপডেট সময় : ০৮:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলায় গলায় ফাঁস দিয়ে চানিক চৌধুরী (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত চানিক চৌধুরী উপজেলার নজিপুর পৌরসভার ১নং ওয়ার্ড মাহমুদ গ্রামের চৌধুরী পাড়ার মৃত হীরালাল চৌধুরীর ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকালে পারিবারিক কলহের জেরে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দেন।স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম বলেন খবর পেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।চিকিৎসকদের ধারনা হ্যাংগিং হয়ে মৃত্যু হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে যানা যাবে আসল ঘটনা।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে,সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।