সিরাজগঞ্জ বেলকুচিতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী বেলকুচি সরকারি কলেজ চত্বরে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় ও বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম গোলাম রেজা, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী, গণ মাধ্যমকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় খেলায় বিভিন্ন স্কুলের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।