গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বামনডাঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে।এ সময় মাদক কারবারিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে রংপুর-সুন্দরগঞ্জ সড়কের ওই স্থানে পুলিশি টহল টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।পরে পুলিশ মোটরসাইকেল ২টি উদ্ধার করে এবং সিটের নিচ এবং সাইট বক্স থেকে বিশেষ কায়দায় প্যাকেট করে রাখা ২২ কেজি গাঁজা বের করে।
থানার অফিসার ওসি মো. মাহবুব আলমের বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ২টি মোটরসাইকেল উদ্ধার করে।এনিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তিনি আরও বলেন, আসামিদের গ্রেফতার এবং তাদের নাম ঠিকানা অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হবে।