রাজশাহীর মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে (২৯-শে জানুয়ারী) বৃহস্পতিবার সময় ১১.০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরা এর সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাশেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আরিফুল কবির, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ, ইউ পি চেয়ারম্যান আলামিন বিশ্বাস, ইউ পি চেয়ারম্যান হযরত আলী, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল জব্বার,মোহনপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক সচেতনকর্মী ফিরোজ আলম প্রমুখ।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া, ক্যারাম খেলা রোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী-শিশু নির্যাতনসহ আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
মাদককে জিরো টলারেন্স আনতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার জন্য গুরুত্ব দেওয়া হয় এবং অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গৃহীত হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা বৃদ্ধিসহ কার্যকারি ভুমিকা পালন করতে হবে।