সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার হাসেমের অনিয়ম দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
সম্প্রতি সরেজমিন ঘুরে জানা যায়, ৭ নং ওয়ার্ডের অনেক অবহেলিত ও জনবহুল এলাকায় রাস্তা না থাকা সত্বেও ৭ নং ওয়ার্ডে সামাদ ব্যাপারীর জমি হইতে নদীর ঘাট পযর্ন্ত মাত্র ২ টি বাড়ির জন্য প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যায়ে ২ পাশের আবাদি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে।
এব্যাপারে হাসেম মেম্বারের কাছে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরা বন্ধ করার চেষ্টা করেন এবং বক্তব্য দিতে অস্বীকৃতি জানান এবং একপর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন।একপর্যায়ে তিনি জানান এব্যাপারে কোনো বক্তব্য দিতে আমি বাধ্য নই।
এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্ষুদ্ধ এলাকাবাসী জানান, এলাকায় একাধিক রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা থাকা সত্বেও হাসেম মেম্বর কেন মাত্র ২টি বাড়ির জন্য বিশেষ বরাদ্দের টিআর এর এতো টাকা দিয়ে রাস্তা নির্মাণ করছেন তা আমাদের বুঝে আসেনা তাছাড়া রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ থাকা সত্বেও কেন তিনি শুধু মাত্র ভেকুভাড়া দিয়ে অন্যের আবাদি জমি থেকে মাটি কেটে রাস্তা নির্মাণ করছেন তা আমরা বুঝতে পারছিনা।
জানা গেছে, টিআর এর কাজ শ্রমিকদের দিয়ে করতে হবে।শ্রমিকরা কাজের বিনিময়ে পারিশ্রমিক পাবে অথচ শ্রমিকদের দিয়ে কাজ না করিয়ে নিয়মবহির্ভূতভাবে ভেকু দিয়ে কাজ করাচ্ছে।এতে শ্রমিকদের বেকারত্ব কমার কোন সুজোগ রইল না।হাসেম মেম্বারের ভয়ে এলাকার সাধারণ জনগণ চরম ভয়ে থাকেন তাই তার বিরুদ্ধে কেউ প্রকাশে কিছু বলতে সাহস পাননা।ইতি পূর্বেও হাসেম মেম্বারের নানা অনিয়ম দূর্নীতির কারণে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
গ্রামবাসী জানান, হাসেম মেম্বর ইতিপূর্বে ইউনিয়ন পরিষদের চাউল চুরি করে অন্যত্র পাচারের চেষ্টাকালে এলাকাবাসী চাউল জব্দ করেছিলো এবং তার মটর সাইকেল ভাংচুরও করেছিলো ক্ষুব্ধ এলাকাবাসী।