পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে শনিবার দিনব্যাপী যমুনা নদীতে অভিযান চালিয়ে ৭৩ টি অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জব্দ করা জালের মূল্য প্রায় দুই লাখ টাকা। এছাড়া ৬ কেজি জব্দকৃত জাটকা দুইটি এতিমখানায় বিতরন করে দেয়া হয়।
উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস সবুর সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
এবিষয়ে উপজেলা মৎস্য অফিসার গোলাম মোর্শেদ বলেন, দিনব্যাপী যমুনা নদীতে অভিযান পরিচালনা করে প্রায় দুই লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।