মঙ্গলবার (১৯ মার্চ') চুরি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রাজু শেখকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মোঃ রাজু শেখ নড়াইলের লোহাগড়া থানার শিয়রবর গ্রামের মোঃ ফুল মিয়া ওরফে পাচু শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাহফুর রহমান এএসআই (নিঃ) সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান'র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।