পোরশায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন।
এতে উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী তিনজন বিজয়ীর হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
খেলা পরিচালনা করেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউর রহমান শিমুল।
এর আগে খেলার উদ্বোধন করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম।
এসময় ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।