মাগুরার শালিখা উপজেলার বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এর সাংবাদিক এইচ এম রাজিব ও দৈনিক কল্যাণের মাগুরা জেলা প্রতিনিধি হোসেন আলীকে মারপিটের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ।
আসামীরা হলেন মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের শফি মুন্সীর ছেলে সাব্বির মুন্সী(২৪) ও তার পিতা সফি মুন্সী(৫৫)।
আজ মঙ্গলবার আসামীদের গ্রেফতার পূর্বক মাগুরা কোর্টে সপর্দ করা হয়েছে জানিয়েছেন শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন।
এর আগে রোববার বিকালে কিশোর গ্যাং নেতা সাব্বির মুন্সী ও তার বাহিনী মিলে হাতুড়ী ও রড দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং প্রাইভেট কার ও ক্যামেরা ভাংচুর করে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় মর্মে সোমবার শালিখা থানায় সাংবাদিক এইচ এম রাজিব বাদী হয়ে একটি মামলা দায়ের করে।মামলা করার দুই ঘন্টার মধ্যে পুলিশের একটি চৌকোশ টিম কিশোর গ্যাং এর নেতা সাব্বির মুন্সী ও তার শফি মুন্সীকে গ্রেফতার করে।