নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগে একমাত্র আসামী মোঃ রুবেল মাল’ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল রবিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বিন্দা বনপুর গ্রাম এলাকায় র্যাব-৫সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ রুবেল মাল’ আটক করেছে।
আটককৃত আসামী মোঃ রুবেল মাল’ (৩৫) সে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দেবোত্তার গরিলা গ্রামের মোঃ ফরিদুল ইসলাম ‘মাল এর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আসামী মোঃ রুবেল মাল’ ভিকটিমের সম্পর্কে দেবর ও প্রতিবেশী।সেই সুবাদে আসামী ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করত।আসা যাওয়ার একপর্যায়ে আসামী ভিকটিম কে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দেয়।ভিকটিম তাহার কু-প্রস্তাবে রাজি না হয়ে তাহার বাড়িতে আসতে নিষেধ করে।ভিকটিমের শাশুড়ী ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য ভিকটিম এর স্বামী ভিকটিম এর শাশুড়ীকে গত ০৭ ফেব্রুয়ারী ২৪ ইংরেজি তারিখে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।ওই দিন দিবাগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ভিকটিম তাহার বসত বাড়ির দরজা ছিটকানি লাগিয়ে পাশেই তাহার শশুরের পোষা গরু ছাগল দেখতে গেলে আসামি সেই সুবাদে ভিকটিমের বসতবাড়িতে এসে উত্তর দুয়ারী শয়ন ঘরে লুকিয়ে থাকে।পরে ভিকটিম তাহার শয়ন ঘরে শুয়ে পড়লে রাত্রী আনুমানিক সোয়া দশটার দিকে চৌকির উপরে উঠে ভিকটিমের মুখ চেপে ধরে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছের বিরুদ্ধে একাধিক বার জোড় পূর্বক ধর্ষণ করে ও সুকৌশলে আসামি তাহার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে।
পরে আসামি তাহার মোবাইল ফোনে ধারণকৃত ধর্ষণের ভিডিও ভিকটিম দেখিয়ে কু-প্রস্তাব দেয় ও উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিলে ভিকটিম বাদি হয়ে নাটোর জেলার গুরুদাসপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।উক্ত মামলা দায়ের এর পর থেকে আসামি আত্নগোপনে চলে যায়।
মামলার তদন্তকারী অফিসার আসামী কে গ্রেফতারের জন্য সিপিসি-২ নাটোর, র্যাব-৫ বরাবর অধিযাচন প্রদান করেন।তৎপ্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে।র্যাব-৫-সিপিসি-নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামিকে আটক করে।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।