পঞ্চগড়ের বোদায় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় লাওহে মাহফুজ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ই মার্চ) দুপুরে উপজেলার বেংহারী ইউনিয়নের ডাবর ভাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত শিশু ডাবর ভাঙ্গা গ্রামের আব্দুল্লাহ আল মানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, আনুমানিক সাড়ে এগারোটার দিকে লাওহে মাহফুজ খেলাধুলা করার জন্য রাস্তা পার হচ্ছিল।এ সময় ময়দানদিঘী থেকে আসা দ্রুতগামী একটি বালিবাহী ট্রাক্টর লাওহে মাহফুজের ডান পায়ের উপর দিয়ে চালিয়ে দেয়।শিশুটির বাবা আব্দুল্লাহ আল মানিক দেখতে পেয়ে গুরুতর অবস্থায় মোটরসাইকেল যুগে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়।আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।এ সময় রংপুর মেডিকেলে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।তবে ঘটনার পর ট্রাক্টর চালক ঘটনা স্তলে বালুবাহী ট্রাক্টর রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে শিশুটির বাবা ন্যায় বিচারের জন্য বোদা থানায় মামলা দায়ের করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ, মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ট্রাক্টর টি জব্দ করা হয়েছে।নিহতর পরিবার মামলা করেছে।আমরা ট্রাক্টরের মালিক এবং চালককে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।