ইবিতে টুর্নামেন্ট চালুর দাবিতে আন্দোলন, প্রধান ফটকে তালা

- আপডেট সময় : ০৯:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ফুটবল-ক্রিকেট টুর্নামেন্ট চালুর দাবিতে আন্দোলন করেছে খেলোয়াড়রা।
বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা।
এদিকে একই দাবিতে দুপুর ২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দেয় আন্দোলনকারীরা। এতে আটকে পড়ে কুষ্টিয়া-ঝিনাইদহগামী শিক্ষক-শিক্ষার্থীদের বাসসমূহ।পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করে তালা খুলে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, গত তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ফুটবল,ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন নিয়ে আমরা হতাশ।এখন অবধি কর্র্তৃপক্ষের তেমন কোন আগ্রহ দেখছিনা।এছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টগুলোতে শারীরিক শিক্ষা বিভাগ টিম পাঠাতে অনীহা প্রকাশ করে।
এর আগে আন্দোলন করে ও কর্তৃপক্ষের নিকট কয়েক দফা দাবি দিয়ে আমাদের টুর্নামেন্টে অংশ নিতে হয়েছে। অথচ এই খাতে আমরা প্রতিবছর টাকা দিয়ে থাকি।
জানা গেছে, আন্তঃবিভাগ ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট চালুর দাবিতে বুধবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে ক্ষুব্ধ খেলোয়াড়রা।ফলে অফিসে থাকা কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়ে।সেখানে প্রায় দেড় ঘন্টা অবস্থান করে আন্দোলনকারীরা।পরে তারা ক্ষুব্ধ হয়ে দুপুর ২টায় প্রধান ফটকে তালা লাগিয়ে দিলে আটকে পড়ে কুষ্টিয়া-ঝিনাইদহগামী শিক্ষক-শিক্ষার্থীদের বাসসমূহ। খেলোয়াড়রা প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করে।এরপর প্রক্টরিয়াল বডির আশ্বাসে তালা খুলে দিয়ে প্রক্টরের সাথে আলোচনায় বসেন তারা।এসময় প্রক্টর খুব দ্রুতই খেলা চালুর আশ্বাস দেয়।
এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বলেন, আমরাও চাই খেলাধুলা হোক।কিন্তু মারামারি গন্ডগলের কারণে টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনা।এ বিষয়ে আগামী শনিবার প্রশাসনের সাথে বসবো।