জনসভা সফল করার লক্ষ্যে বাগমারায় জাকিরুল ইসলাম সান্টুর নেতৃত্বে প্রচার মিছিল

- আপডেট সময় : ০৮:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ৫৯২ বার পড়া হয়েছে

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জনজসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে রাজশাহীর বাগমারায় জেলা আওয়ামী লীগের সহ- সভাপতির নেতৃত্বে বিশাল প্রচার মিছিল ও পথসভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে বারো ঘটিকায় বাগমারা উপজেলা সদর প্রদক্ষিণ শেষে ভবানীগঞ্জ ফেমাস কোচিং সেন্টার চত্বরে বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু।
পথসভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা মহিলা লীগের ত্রাণ ও সমাজ কলাণ বিষয়ক সম্পাদক সানোয়ারা খাতুন, বাগমারা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, ভবানীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস রহমান সহ আরও অনেকে।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নূর মোহাম্মদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইয়াচিন আলী, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সুমন রেজা আকসেদ,সেলিম রেজা, বাগমারা উপজেলা ছাত্রলীগ নেতা জেবাল আহমেদ, রাকিব হোসেন, সাজেদুর রহমান, নাহিদ হাসান প্রমুখ।