বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রয়াত সাংসদ কৃষিবীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পৌর মেয়র মতিউর রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-প্রয়াত সাংসদ কৃষিবীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সহধর্মিণী বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-এমপি পুত্র শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু,সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অরুণাংশু কুমার সাহা,ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক ইউসুফ আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সাবেক সিনিয়র সহসভাপতি এ্যাড.মন্তেজার রহমান মুন্টু,কৃষিবিদ ডাঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ হিমু,আনছার আলী, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, নারচী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মমতাজুল রহমান,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী,পৌর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান মিঠু,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিউল আলম ডুয়েল,চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নাহিদ শারমিন নাহিদ,জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম,শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আহসান হাবিব বিপ্লব, ছাত্রনেতা গোলাম রব্বানী, ওমর আলীসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম হেলাল।
পরে প্রয়াত এমপি মান্নানের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন,উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা বিল্লাল হোসেন।
এর আগে সকালে এমপি সাহাদারা মান্নানসহ উপস্থিত নেতা-কর্মীরা প্রয়াত এমপি আব্দুল মান্নানের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি ছিলেন।তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি ও সোনাতলা) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২০ সালের (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তার বয়স হয়েছিলো ৬০ বছর।