শৈত্য প্রবাহ দেশে
সাঈদুর রহমান লিটন
বৃষ্টির মতো কুয়াশা ঝরে
শৈত্য প্রবাহ ঝরছে দেশে।
ইচ্ছে হলে যায়না যাওয়া কাজে
সারাটাদিন বসেই থাকি ঘরে
মধ্যবিত্তের বসে থাকা সাজে?
গোয়াল ঘরে গরু আছে বাঁধা
খিদেয় ডাকে হাম্বা হাম্বা হাম্বা।
শীতের কাঁপন কাঁপতে থাকি নিজে
মধ্য মাঠে গুরুর খাবার আছে
যায় কি আনা এই কুয়াশায় ভিজে?
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।