দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন ও তরুণ ভোটারা নৌকায় ভোট দিয়েছেন।
তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে কেবল নিজে নয় পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের উপযুক্ত জবাব দিয়েছেন।
সাহাদারা মান্নান শিল্পী সোমবার (৮ জানুয়ারি) সকালে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, এ নৌকাই পারবে মানুষকে উন্নত জীবন দিতে, শান্তি সমৃদ্ধি দিতে।এই নৌকায় আপনারা ভোট দিয়েছিলেন বলেই আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ।আমি আপনাদের পাশে ছিলাম, সারাজীবন পাশে থেকে সারিয়াকান্দিবাসীর সেবা করবে।
এ সময় উপস্থিত ছিলেন, এমপি পুত্র শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজুর রহমান, অধ্যক্ষ সাদাত হোসেন,বীর মুক্তিযোদ্ধা সুরুতজ্জামান, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।