“তোমার আভাসে”
মারিয়াম বিনতে আঃ জলিল
তোমাতে তাকালে কেটে যায় মোর
গ্লানির সব ভার—
যেমনি করে সূর্য হাসিলে
দূর হয় আঁধার।
তুমি হাসিলে হেসে ওঠে ঐ
রাতের জ্যোস্না-আলো,
এক নিমেষেই দূরীভূত হয়
অমানিশার সব কালো।
আর—
তুমি তাকালে আমার আকাশে
কচমচে হাসে তারা,
তিমির রাতের তোরণ ভেঙ্গে
সবে হয় মাতোয়ারা।
মরা মরা দশা প্রেম-বীজেরা
মাথাচারা দিয়ে ওঠে,
কাননে যত ফুলের মুকুল
হেসে-খেলে বার ফুটে।