শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর সব পূজা মন্ডপে বসছে সিসি ক্যামেরা;প্রতিমায় রঙ-তুলির আঁচড় ও সাজসজ্জা চলছে রাজবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপি’র মতবিনিময় সালথায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, দু’জনকে জরিমানা ক্যান্সার আক্রান্ত শিশুকে বাঁচাতে ভ্যানচালক বাবা-মা’র আকুতি ভারতে প্রিয় নবী (সাঃ) কে কটূক্তি করায় কচাকাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মিরসরাইয়ে ঝরনায় ছবি তুলতে গিয়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ভারতে মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইমাম মাহাদী দাবিদার নুরাল পাগলা ও তার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম কলাপাড়ায় আপন নিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মহিপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বিজেএস পরীক্ষায় প্রথম আশিক,টানা তৃতীয়বার শীর্ষস্থান দখল রাবির

১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।এতে প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আশিক উজ জামান।

গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত ফলাফল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টানা তৃতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরীক্ষায় প্রথম স্থান দখল করে রেখেছেন।

বিজ্ঞপ্তিতে ১০৩ জনের মধ্যে ১৬৫৭৭ নম্বরধারী শিক্ষার্থী মেধাক্রমে প্রথম হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।এই রোল নম্বরধারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪০তম ব্যাচের মাস্টার্সের শিক্ষার্থী আশিক উজ জামান বলে নিশ্চিত করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর।

এর আগে ১৩তম বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাবির আইন বিভাগের শিউলী নাহার এবং ১৪তম পরীক্ষায় সুমাইয়া নাসরিন শামা।

সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন,টানা তৃতীয়বারের মতো আমাদের বিভাগ থেকে সহকারী বিজিএস পরীক্ষায় শিক্ষার্থীরা প্রথম স্থান দখল করেছেন।বিভাগের শিক্ষকদের প্রচেষ্টা ও নির্দেশনায় এই সফলতা এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।আশিকের সাফল্য আমাদের বিভাগকে আরো গৌরবান্বিত করেছে।

আশিক উজ জামান পঞ্চগড় জেলার বোদা উপজেলার বালাভীড় এলাকার মো. আহসান হাবিব ও মোছা. আলাতুন বেগমের সন্তান।২০১৪ সালে রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং ২০১৬ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।অনার্সের ফলাফলে বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে আশিক উজ জামান বলেন,আমার সফলতার পেছনে পরিবারের অবদান সবথেকে বেশি।পিতা-মাতার অনুপ্রেরণায় আমি আজ এই পর্যায়ে এসেছি। শিক্ষকদের অবদানও কোনো অংশে কম নয়।বিশেষ করে বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনা আমাকে এই ফলাফল অর্জনে সহায়তা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com