রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন।৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে সারা দেশের ন্যায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ১১৮ কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
ভোট গ্রহণের জন্য উপজেলা সহকারি রিটানিং কার্যালয় থেকে শনিবার (৬ জানুয়ারী) দুপুরে স্ব-স্ব কেন্দ্রে ভোট গ্রহনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬ জন প্রার্থী।প্রার্থীরা হলেন-আ’লীগের মনোনীত প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য রাহেনুল হক রায়হান (কাঁচি), জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মহসিন আলী (আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের জুলফিকার মান্নান জামী (মশাল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ (নোঙ্গর)।এর মধ্যে জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে প্রার্থী থেকে সরে দাঁড়িয়েছেন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৫২৭।এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫২৭ ও মহিলা ১ লাখ ৬৯ হাজার ৯৯৯।মোট ভোটার সংখ্যার মধ্যে বাঘায় ১ লাখ ৬২ হাজার ৮৬১ ভোট।পুরুষ ৮১ হাজার ৪৭২ ও মহিলা ৮১ হাজার ৩৮৯ ভোট।চারঘাটে মোট ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৬৬৬।পুরুষ ৮৯ হাজার ৫৫ ও মহিলা ৮৮ হাজার ৬১০ ভোট।গত ৫ বছরে এ আসনে ভোটার বেড়েছে ৩৬ হাজার ২৪৯ জন।
বাঘা ও চারঘাট উপজেলায় ১১৮টি ভোট কেন্দ্রের মধ্যে বাঘায় ৬১ ও চারঘাট ৫৭টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।প্রতিটি কেন্দ্রে ১ জন করে প্রিসাইডিং অফিসার, প্রতিটি বুথে ১ জন সহকারি প্রিসাইডিং অফিসার ও ২ জন করে পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়া প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ, ১২ জন আনসার দায়িত্ব পালন করবেন।পাশাপাশি ২টি উপজেলায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের টহল দল কাজ করবেন।
এদিকে পদ্মার ধার দিয়ে ৯টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহৃত করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার তরিকুল ইসলাম বলেন, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে স্ব-স্ব কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।