সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের সংসারের চিন্তা না করে মেয়ের জামাইয়ের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে শাশুড়ি হাফিজা বেগম।এ নিয়ে তৈরী হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা গ্রামে এমন ঘটনা ঘটেছে।
তিন মাস পুর্বে এলাকার মন্টু খার ছেলে সুলতানের সাথে বিয়ে হয় আলম হোসেনের মেয়ে আশা খাতুনের।মেয়ের বিয়ের তিন মাস যেতে না যেতেই এবার মেয়ের জামাইয়ের হাত ধরে গত শনিবার রাতে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে শাশুরি।
বিষয়টি কয়েকদিন ধামাচাপা থাকলেও গতকাল বুধবার হঠাত বিষয়টি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসী বলেন,মেয়ের সংসারের সুখের চিন্তা না করে শাশুরি হাফিজা তার মেয়ের জামাইয়ের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়ে জঘন্য কাজ করেছে।এলাকাবাসী প্রশ্ন করেন মেয়ে আশা খাতুনের এখন কি হবে?
তবে সুলতানের মা বলেন,আমার ছেলের কোন দোষ নেই, আমার ছেলেকে ফুসলিয়ে নিয়ে গেছে। ওরে আমরা পুত্রবধু হিসেবে মেনে নিবোনা।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি লোকমুখে শুনেছি যাচাই বাছাই করে দেখিনি।