নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাজাহান মিয়ার নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু,পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহম্মেদ বাবু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।