ধান পেকেছে
মোঃ শরীফুল ইসলাম হাতিয়ূভী
কাস্তে আমার হস্তে নিয়ে
আস্তে করে মাঠে যাই,
ঐ যে আমার ধান পেকেছে
বসে থাকার সময় নাই।
সকাল বেলা পান্তা মুখে
সারা দুপুর কাটছি ধান,
বৈকাল বেলা কাজের ফাঁকে
বকের জাঁকে মারছি বাণ।
আমন ধানের গন্ধে ওরে
উঠছে মেতে মোদের গাঁও,
ইচ্ছে মতে ভরছি গোলায়
গাঙ্গের বুকে ভাসিয়ে নাও।
সন্ধা বেলা সূর্য ডুবে
গগন জুড়ে অন্ধকার,
আস্তে আস্তে ফিরি আমি
বাড়ি আমার ঐ যে পার।
মোঃ শরীফুল ইসলাম হাতিয়ূভী
থানা হাতিয়া
জেলা নোয়াখালী
গ্রাম চরকিং মধ্য শুল্লকিয়া
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।