ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য এসময় রাখেন ফুলপুর পৌর মেয়র শশধর সেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী।
উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহ আল বাকী,ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, ফুলপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মোতালিব চৌধুরী প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ গণমাধ্যমের সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এ বছর ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন।শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন