ফেনীতে নবাগত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাঃ মোঃ শিহাব উদ্দিন।আগামী ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব করবেন তিনি।
গত ২৩ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আলমগীর কবিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেনী নতুন সিভিল সার্জন পদে পদায়ন করা হয়।
এর আগে তিনি ঝালকাঠি জেলার সিভিল সার্জন হিসেবে ছিলেন এবং ফেনী ছাগলনাইয়া উপজেলায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডা. শিহাব জানান,পূর্ণরায় ফেনীতে আসতে পেরে তিনি আনন্দিত।এর আগে ছাগলনাইয়ায় সাড়ে তিন বছর কর্মরত ছিলেন সেই সুবাদে এখানে কাজ করতে সহজ হবে,কারণ ফেনীর অনেক মানুষ পরিচিত।প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী ফেনীর স্বাস্থ্য সেবা আরো এগিয়ে নিতে কাজ করতে সকলের সহযোগিতা চান।