মহিন হত্যা মামলার ৬ আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ

- আপডেট সময় : ১২:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের বহুল আলোচিত মহিন হত্যা মামলার ৬ আসামীকে ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানা সুত্রে জানায়,গত বছরের ২১ আগষ্ট রবিবার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মহিন (২৭) নামে এক ছাত্রদল নেতা চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
নিহত হন।
ওইদিন রাতেই বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।
মামলার পরে হাইকোর্ট থেকে জামিন নেন অভিযুক্ত ৬ আসামী মোঃ সামছুল হক মীর (৫০),মোঃ ইউছুফ মীর (৪৫),মোঃ মোর্শেদ মীর(২৪),মোঃ নুর উদ্দিন (২২),মোঃ নুরনবী মীর (২০),মোসাঃ মোর্শেদা বেগম(৪৫)।
এ বছরের ১ লা জানুয়ারি ভোলা জেলা ও দায়রা জজ আদালতে আসামীরা হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত”ওইদিনই পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ১১ জানুয়ারি ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২১ জানুয়ারি ভোলা জেলা জেল হাজত থেকে বোরহানউদ্দিন থানায় রিমান্ডে আনা হয় আসামীদের ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন,মহিন হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার করা হয়েছে এবং ৩ দিনের রিমান্ড শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে”আদালত আসামীদের জেল হাজতে পাঠিয়েছে।