ভেবে দেখ
মৃধা মুহাম্মাদ আমিনুল
বন্ধুর হাতে বড় মোবাইল
আমার হাতে বই,
বন্ধুর আছে অনেক প্রেমিক
আমার প্রেমিক কই।
বন্ধু পারে ক্রিকেট খেলা
আমি পারি দেখতে
বন্ধু আমার ফুটবলেতেও
অভিজ্ঞ গোল দিতে।
বন্ধুর সাথে ঝগড়া হলে
মাইর আমি খাই
নাস্তার বিলও বন্ধু মিটায়
আমার টাকা নাই
বন্ধু আমার ক্লাসে গিয়ে
চোরের মত থাকে ,
শিক্ষক এসে ব্লাকবোর্ডে
আমায় সাদা ডাকে।
বন্ধুর আছে হাজার কিছু
আমার আছে এক
তবু আমি ভালোই আছি
একটু ভেবে দেখ
সকল কিছু বিলীন হবে
থাকবে মাথায় জ্ঞান
সমজেলোক তার ই জন্য
দিবে মোরে সম্মান.।
শিক্ষার্থীঃ ছারছীনা আলিয়া মাদ্রাসা
শ্রেণিঃ- ফাজিল (ডিগ্রী) ১ম বর্ষ
বাসাঃ- খেকুয়ানী
উপজেলাঃ আমতলী
জেলাঃ বরগুনা