মা তুমি কেমন আছো?
মাজেদা বেগম
মা তুমি কেমন আছো?
ছোট্ট মাটির ঘরে,
প্রভুর ডাকে সাড়া দিয়ে
বাবা গেলেন তোমার ধারে।
যেথায় থাকো ভালো থাকো
করি এই প্রার্থনা,
তোমায় স্মরণ করে মাগো
পাই শুধু বেদনা।
কেমন আছো কোথায় আছো
করছি তোমায় স্মরণ,
কেমন করে চলে গেলে
মোরে রেখে এই ভুবন।
পরজন্মে যদি মাগো তোমার
দেখা একবার পাই,
তোমার কোলে মাথা গুজার
দিও
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।