মানুষ হইতে হবে
বিজন বেপারী
ভোরের পাখি কাকের মতন
উঠি আমি ভোরে,
আমার উপর কত্ত যে চাপ
ঘুরি দোরে দোরে।
অনেক বড় হতে হবে
ডাক্তার ইঞ্জিনিয়ার,
বাবা মায়ের স্বপ্ন সে তো
থাকবে মস্ত চিয়ার।
কোচিং এ যাই সকাল বিকাল
বাসায় আসেন স্যার,
একদণ্ড যে নেই তো বিরাম
নেইতো মরন ফ্যার।
মানুষ আমায় হতেই হবে
বাবা মায়ের আশা,
রক্ত করা জলে আমায়
দেয় যে ভালোবাসা ।