বগুড়ার সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের নয়া কমিটি গঠন করা হয়েছে।গতকাল ২৯ নভেম্বর (বুধবার) বিকালে উপজেলার পৌর এলাকার সাহা পাড়া মোড়ে সংগঠনের দলীয় কার্যালয়ে সাধারণ সভায় উক্ত কমিটি গঠিত হয়। সভায় সদস্যদের ভোটে দৈনিক আজকের জনবানী পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম সভাপতি এবং দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি সাহাদত জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভায় সহ সভাপতির পদে পল্লী টিভির উপজেলা প্রতিনিধি মাইনুল হাসান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার উপজেলা প্রতিনিধি পাভেল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিউল ইসলাম সাফি, দপ্তর সম্পাদক পদে দৈনিক মহাস্থান পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম সুলতানুজ্জামান সাজু নির্বাচিত হয়েছেন।