প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে দলীয় নেতৃবৃন্দের সাথে মেয়রের প্রস্তুতিমূলক সভা

- আপডেট সময় : ০৬:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ বেলকুচিতে প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মেয়রের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের রাজশাহী সমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে বেলকুচি পৌরসভার মেয়রের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতিমূলক সভায় বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীর সমাবেশ বেলকুচি উপজেলার নেতাকর্মীদের আগামী ২৯ জানুয়ারি সকালে বেলকুচি থেকে রাজশাহীর উদ্দেশ্যে সমাবেশ সফল করার লক্ষ্যে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান সিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা শাহা আলমসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।