গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।
মঙ্গলবার উপজেলা ডাকবাংলো মাঠে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম, তৌহিদা বেগম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজাসহ ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
পৌরসভাসহ প্রতিটি ইউনিয়ন পরিষদে ১৫০টি করে কম্বল বিতরণ করা হয়।পরে জেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে।
উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়ন দলীয় নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।