কবিতাঃ গ্রামের নামটি রমনীগঞ্জ
মোঃ জাবেদুল ইসলাম
আমার প্রিয় গ্রাম খানী,
দেখতে দারুণ ভালো।
ভোর বেলাতে এ গ্রামে,
রবি ছড়ায় আলো।
সেই আলোতে দুর্বা ঘাসে,
শিশির বিন্দু গুলো।
সোনার মতো মিষ্টি রোদে
মুক্তা দানা জ্বলে।
গাছে গাছে পাখিদের দল
ডানা ঝাপটে উড়ে চলে।
আহারের খোঁজে বেরিয়ে পড়ে,
অজানা দুর দেশে।
সন্ধ্যা হলে সব পাখিরা,
আপন আপন নীড়ে ফিরে।
পূর্ব আকাশে চাঁদের বুড়ী,
চরকা নিয়ে বসে পড়ে।
এ গ্রামের এতো শোভা,
এতো রুপ যেন তার।
গ্রামের নামটি রমনীগঞ্জ,
কোথাও, খুঁজে পাবে না আর।