দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক কাজিপুর উপজেলা নবাগত দুর্নীতি প্রতিরোধ কমিটির শপথ গ্রহণ ও দূর্নীতি প্রতিরোধে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম সাহা প্রমুখ।
৯ সদস্য বিশিষ্ট নবাগত কমিটির শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উক্ত ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি মোঃ ফজলুল হক, সদস্য গাজী আব্দুস সালাম, মাওলানা মোঃ আব্দুল কাদের, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোছাঃ হোসনে আরা পারভীন ও মোছাঃ নাজমা খাতুন।
গঠনতন্ত্র ও কার্যনির্দেশিকা অনুযায়ী নতুন কমিটির কার্যক্রম হবে ৩ বছর।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধানগন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ইমাম সমিতির নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগন।