বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিস ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে রবি/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফষি বোরো ধান সহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরন করা হয়।
২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।
উদ্ভোধন শেষে ২২৬০ জন কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, খেসারি ফসলের বীজ ও সার, ৪২৯০ জন কৃষককে উফষি বোরো ধানের বীজ ও সার এবং ২৮০০ জন প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরন করা হয়।