শাহিনুর ইসলাম প্রান্ত [স্টাফ রিপোর্টার]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক ছাত্রলীগের উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মশিউর রহমান মামুন বলেন, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি।অনেক আগে থেকেই রাজপথে জয় বাংলা স্লোগান দিচ্ছি।অন্যদের মতো হঠাৎ করে রাজনীতিতে আসিনি।দীর্ঘদিন ধরে আমার পরিবার ও আমি আওয়ামী লীগের রাজনীতি করে আসছি।সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, প্রতিটি এলাকায় সম উন্নয়নের প্রতিশ্রুতি ও হাতীবান্ধা- পাটগ্রামের মানুষকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কের সহযাত্রী করতে আমি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে কাজ করছি।আমি তরুণসহ সব বয়সী মানুষের সমর্থনে এগিয়ে যেতে চাই।আমি জনগণের আকুণ্ঠ সমর্থনে নির্বাচিত হয়ে এলাকার মানুষের দিন বদলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।