টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি প্রকল্পের বরাদ্দ অনুমোদন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-পানান বাজার সড়ক; যদুনাথ সরকারি উচ্চ বিদ্যালয়-মীরনগর সড়ক; বাবনাপাড়া- নঙ্গীনাবাড়ি সড়ক; নাগরপুর সদর কাঁচা বাজারের উন্নয়ন, ভারড়া ইউনিয়নের শাহজানী বাজার কসাই খানা, নাগরপুর সদর বাজারে কসাই খানার শেড নির্মাণ, নাগরপুর সদর, পাকুটিয়া ও তেবাড়িয়া বাজারে পাবলিক টয়লেট নির্মাণ বাবদ মোট প্রায় সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এ বিষয়ে টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া।এরই ধারাবাহিকতায় নাগরপুরে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি প্রকল্প বাবদ প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।টেন্ডার কার্যক্রম সম্পন্নের মাধ্যমে খুব দ্রুত কাজগুলো শুরু হবে।এ বরাদ্দ অনুমোদন দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরপুর বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।