রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জনগনকে রাস্তা কিনে গোদাগাড়ী চর আষাড়িয়াদহ যেতে হয় রাজশাহীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত সারিয়াকান্দিতে সংবাদ সম্মেলনে স্বীকার করলেন ঘর তোলার কথা! সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত সারিয়াকান্দিতে থানার নবাগত ওসির যোগদান ও বিদায়ী ওসিকে সংবর্ধনা রাজশাহীতে ৬৫ হাজার ২০৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সারিয়াকান্দি উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ড কর্মকর্তা জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি’র অভিযোগ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

নন্দীগ্রামে ট্রাক-ভটভটিতে আগুন ও ককটেল বিস্ফোরণ মামলায় ৮জন গ্রেপ্তার,আসামি ৮০

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-ভটভটিতে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটনায় বিএনপি-জামায়াতের ৮০জন নেতাকর্মীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে। ট্রাক চালক ফয়সাল আলম বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন বলেন, ইতোমধ্যেই ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পৌর বিএনপির সহ সভাপতি আজিজুল হক রুবেল (৪৫), প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক মজনু মিয়া (৫৫), বিএনপি কর্মী হাবিবুল্লাহ (৩৬), জাকির হোসেন (৩১), একরামুল হক (৩০), শিবির কর্মী আব্দুল আউয়াল (২৪), রুবেল হোসেন (২৭) ও সেলিম হোসেন (৩৭)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ঘন্টা হরতালের প্রথমদিন গত রবিবার সন্ধ্যার পর দূর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে গিয়ে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় একটি ট্রাকে, রণবাঘা বাসষ্ট্যান্ড এলাকায় খড় বোঝাই একটি ভটভটিতে আগুন দেয় ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়।এই ৩টি ঘটনায় ট্রাক চালক ফয়সাল আলম বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৮০ জন নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।থানা পুলিশ সেই মামলায় ৮জনকে গ্রেপ্তার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আরো বলেন, গ্রেপ্তারকৃত ৮জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ