সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলন করলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি।
দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।সেই সাথে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আওয়ামী লীগের ঘাটি হিসেবে খ্যাত সিরাজগঞ্জ-৩ আসনে তুমুল জনপ্রিয় এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থেকে নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন তিনি।যার কারনে তার বিকল্প আর কেউ নেই বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।