বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
জাগো মুসলিম

মুহাম্মদ আলম জাহাঙ্গীরঃ
- আপডেট সময় : ১১:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

জাগো মুসলিম
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
জাগো জাগো বিশ্ব মুসলিম
ঘুমাই ও না আর,
সুইডেনেতে কোরান পোড়ায়
ভেঙে বিবেক দ্বার।
মুসলমানের ধর্ম গ্রন্থ
পবিত্র কুরআন,
সেই কুরআনে দিলে আগুন
পোড়ে মুমিন জান।
বিশ্বের সকল মুসলমান ভাই
হয়ে একতা বদ্ধ,
আল কোরানের সন্মানে সব
প্রতিবাদ করো শুদ্ধ।
প্রতিবাদ প্রতিরোধে যদি
যায় গো কারো জান,
তবু মুসলিম রক্ষা করো
আল কোরানের মান।।