কাজিপুরে সিআইজি কৃষক/ কৃষাণিদের এক্সপোজার ভিজিট -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৩ জানুয়ারি এসপিএসডি এগ্রো ফার্ম চালিতাডাঙ্গার উদ্যোগে এবং কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে কৃষকদের সাথ মতবিনিময় অংশ নেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শরিফুল ইসলাম, দীলিপ কুমার চক্রবর্তী, উপসহকারি কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় কৃষকদের সমন্বিত কৃষি ধারনা প্রদান, জৈব সার ব্যবহারে কৃষকদের সচেতন, আধুনিক চাষাবাদ বিষয়ে কৃষকদের ফসল উৎপাদনের কৌশল শেখাতে উদ্বুদ্ধকরা হয়।
উক্ত পরিদর্শন কার্যক্রমে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২৫ জন কৃষক অংশ গ্রগন করেন।
উক্ত পরিদর্শনে দি ফ্রেন্ডস এসোসিয়েশন এর পরিচালনা পর্ষদের সভাপতি শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ সেখানে সার্বিক সহযোগীতা করেন।