বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
সারিয়াকান্দিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া)
- আপডেট সময় : ০৬:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে

বগুড়া সারিয়াকান্দিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে রহিমা আক্তার (৩৫) নামে একজন গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রহিমা উপজেলার সদর ইউনিয়নের নিজ তিতপরল গ্রামের জোব্বার আলীর ছেলে মিষ্টার আলীর স্ত্রী।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রবিবার বিকালে রহিমা পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে যায়।এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ঐদিন সন্ধ্যায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার পর তার মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, যেহেতু গৃহবধূর বগুড়া সদর থানায় মৃত্যু হয়েছে।তাই এ বিষয়ে সদর থানায় তার ইউডি মামলা দায়ের করা হয়েছে।