জিয়াউল কবীর,স্টাফ রিপোর্টার :
রাজশাহীর পবা উপজেলার উন্নয়ন তরান্বিত করনের উদ্দেশ্যে পবা উপজেলার প্রেস ক্লাবের সকল সাংবাদিক ও সরকারি অফিসারদের নিয়ে এক মত বিনিময় সভা অনুস্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ হাসনাতের সভাপতিত্বে রবিবার দুপুরে আয়োজিত ও উপজেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক ও সরকারি অফিসারদের পক্ষ থেকে পৃথক পৃথক সমস্যা ও উন্নয়নে সমাধান বিষয়ে বক্তব্য প্রদান করা হয়।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজি নাজমুল ইসলাম, সম্পাদক সরকার দুলাল মাহবুব, মঈন উদ্দিন, জিয়াউল কবীর স্বপন প্রমুখ।
রাজনীতিবীদদের পক্ষে বক্তব্য রাখন ভাইস প্রেসিডেন্ট ওয়াজেদ আলী খান।
সভাটির সার্বিক সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলার এসিল্যান্ড অভিজিৎ সরকার শোভন।
ইউএনও তার বক্তব্যে উপজেলার উন্নয়নকে এক ধাপ হলেও এগিয়ে নিতে সমস্যা চিন্হিত ও দুরীকরনে মাসিক সমন্বয় সভায় প্রেসক্লাবের প্রত্যেক সাংবাদিককে উপস্হিত থেকে মতামত দেয়ার আহবান জানান।সেই সাথে যে কোন বিষয়ে মোবাইল ফোনে তাকে জানাতে বলেন।এছাড়া প্রেস ক্লাবের স্থায়ী আবাস অফিস বিষয়ে সরকারি সহায়তা চেয়ে প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক জিয়াউল কবীর স্বপন মৌখিক নিবেদনে অফিসারদের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে জানালে সভাপতি কাজি নাজমুল ইসলাম ইউএনওর হাতে লিখিত আবেদন তুলে দিলে তিনি উপস্থিত এসিল্যান্ডকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।
এসিল্যান্ড অভিজিৎ সরকার প্রেস ক্লাবের জায়গা ও অফিস হবে বলে উপস্থিত সাংবাদিকদের জানিয়ে দেন।