বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যার হরতালে বগুড়া সারিয়াকান্দিতে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।হরতালের প্রভাব পড়েনি জনজীবনে।কোথাও বিএনপি নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি।
হরতাল ঘিরে নাশকতা করলে তার মোকাবেলায় পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি সদস্যরা উপস্থিতি থাকতে দেখা গেছে।তবে মাঠে ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সকাল থেকেই রোডে সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান চলাচল করে।যানবাহন চলাচলের পাশাপাশি সব অফিস অন্যান্য দিনের মতোই কর্মমুখর ছিল।খোলা ছিল হাট-বাজার ও সব দোকানপাট।
সারিয়াকান্দি থানার ওসি মো. রাজেশ কুমার চক্রবর্তী জানান, হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিলো।যেকোন নাশকতামূলক কর্মকান্ড মোকাবেলায় পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।