সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামলীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি শেষ করে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সহ-সভাপতি হোসনেআরা নাসরিন লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের যে কোনো নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নেতারা সবসময় সক্রিয়।এ অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।তাদের এ স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।