বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর বিভাগ কর্তৃক প্রেরীত সাংগঠনিক বার্তার প্রেক্ষিতে আজ ২৯ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় সারা দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা এবং পৌর শাখাসমূহের ন্যায় রাজশাহী জেলা আওয়ামী লীগের অলোকার মোড়স্থ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল সহ নগরীর সড়কপথ প্রদক্ষিণ পূর্বক বক্তৃতা পর্বের মাধ্যমে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য এবং বিএনপির তথাকথিত হরতালের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ।
আজকের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ ইব্রাহিম হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক নেতৃত্ব দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বিএনপির ডাকা আজকের তথাকথিত হরতাল প্রত্যাখ্যান সহ গতকালের বিএনপির চিরাচরিত আগুন সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা এবং নিন্দা জ্ঞাপন পূর্বক বক্তৃতা রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের শান্তি ও উন্নয়ন সমাবেশের সভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু।
নেতৃবৃন্দ তাঁদের বক্তৃতায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক এমপি সাবেক প্রতিমন্ত্রী বর্ষিয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার-এঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবার পরিজন ও শোকাহত নেতা-কর্মীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলাধীন সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ সহ সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ, জেলা পর্যায়ের আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ সহ সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ এবং জেলাধীন সর্বস্তরের আওয়ামী লীগের দলীয় জনপ্রতিনিধিবৃন্দ।উল্লেখ্যঃ-একইরুপ শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি জেলাধীন আওয়ামী লীগের সকল সাংগঠনিক উপজেলা/থানা/পৌর শাখাসমূহে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী সহ আয়োজন ও পালন করার জন্য জেলাধীন সকল সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দের প্রতি ইতোপূর্বে সাংগঠনিকভাবে আহবান জানানো হয়।