কোম্পানীগঞ্জে রহিমিয়া এতিমখানা মাদরাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে পোষাক বিতরণ

- আপডেট সময় : ০৪:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী রহিমিয়া এতিমখানা মাদ্রাসায় হোসনেয়ারা হোসাইন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে পোষাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারী) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রফিক খাঁনের সভাপতিত্বে ও চরপার্বতী ২ নং ওয়ার্ড মেম্বার ও মাদ্রাসা সেক্রেটারী এনামুল হকের সঞ্চালনায় বিশিষ্ট সমাজ সেবক ও আমেরিকান প্রবাসী মোঃ ইকবাল হোসেন এর সার্বিক সহযোগিতায় এ পোষাক বিতরণ অনুষ্ঠিত হয়।
পোষাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান মাওঃ কাজী মোহাম্মদ হানিফ, চরহাজারী ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ,সাবেক ভারপ্রাপ্ত চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবকে চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও আমেরিকান প্রবাসী তৌফিকুল ইসলাম তারেক, রহিমিয়া এতিমখানা মাদ্রাসা পরিচালনা কমিটির সদম্য মোঃ আলী খাঁন,সদস্য ইন্জিনিয়ার আবদুল হালিম,বিশিষ্ট সমাজ সেবক নূরউদ্দিন নুরমিন,রহিমিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষিক হাফেজ মাওঃ আসিকুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক কামরুল হাসান রুবেল,বিশিষ্ট সমাজ সেবক মাঈনুদ্দিন সেলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশিষ্ট সমাজ সেবক ও আমেরিকান প্রবাসী মোঃ ইকবাল হোসেন এর অর্থায়নে মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের হাতে পোষাক তুলে দেন নেতৃবৃন্দ।
এসময় নতুন পোষাক পেয়ে সন্তানদের আনন্দিত হতে দেখে একাধিক অভিভাবক সংস্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।